বাংলা কৌতুক সমগ্রের বই– প্রায় ১০০০ কৌতুক সংকলন
প্রযুক্তির ছোঁয়া জনজীবনকে দিয়েছে আকাশচুম্বি সফলতা, তারই ধারাবাহিকতার জের ধরে আজ জনজীবন হতে চলেছে যান্ত্রিক, প্রানহীন। যান্ত্রিকতার বেড়ানালে চাপা পড়ে ধীরে-ধীরে মানুষের মধ্যে মানষিক অশান্তি বাড়ছে দিনকে-দিন। আর এই মানষিক অশান্তির একমাত্র ঔষধ একচামচ হাসি। হাসির নামক এই ঔষদের ক্ষমতা খুব বেশি। শুধুমাত্র হাসি আপনাকে দিতে পারে দুঃখ ও হতাশা থেকে মুক্তি । আমরা একটু হাসি-খুশী, দুশ্চিন্তামুক্ত ও উচ্ছ্বসিত থাকলে অনেক রোগ থেকেই মুক্তি পাওয়া সম্ভব। হাসির রয়েছে হরেক রকমের শারীরিক, মানসিক ও সামাজিক উপকারিতা । বিনা খরচে চেহারা পরির্বতন করার ও সুস্থ থাকার একমাত্র উপায় হলো হাসি .......... তাই জীবনকে ঝরঝরে রাখতে প্রতিদিন এই ঔষধ পান করুন। কি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভাবছেন? ভয় নেই, সম্পূর্ন পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত এ ঔষধ বিনামূল্যে সর্বত্রই পাওয়া যাচ্ছে। বিনা পয়সার জিনিস বলে ভাবছেন? ভয় করবেন না, শুধু একবার মনে করতে চেষ্টা করূন- আমরা বাঙ্গালি জাতী, আর এ জাতীর গৌরব আছে এ ব্যাপারে। বাঙ্গালি বিনাপয়সায় পেলে আলকাতরাও খেতে রাজী।
কিন্তু চাইলেই তো আর হাসা যায় না এর জন্য দরকার হাসির উপকরণ। আর সেই উপকরণ আমি আজ আপনাদের জন্য
নিয়ে এসেছি।
কিছু মেগাবাইট খরচ করে নিচের ৪০০ পৃষ্ঠার বাংলা কৌতুকের এই বইটা ডাউনলোড করে নিন আর হাসতে থাকুন ।
Bangla jokes A 2 Z(বাংলা কৌতুক সমগ্র)
Download link:
http://www.mediafire.com/?36uccr6vtcc78ub
মোবাইল দিয়ে পড়ার জন্য নিচের এই বইটি ডাউনলোড করুনঃ এই বইটি মোবাইল স্ক্রীন ভার্সনে তৈরী ।মোবাইল দিয়ে বই পড়ার যে কি মজা , তা না দেখলে বলে বুঝান যাবে না ......... যে আমার আগের মোবাইল ভার্সন বই গুলো পড়েছে সেই বলতে পারবে ।
মোবাইল দিয়ে বই পড়ার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারে ও বই পড়ার পদ্ধতি
Bangla jokes A 2 Z (Mobile Version)
Download link:
http://www.mediafire.com/?u6cwi29p4qetie7
নিজে হাসুন অন্যকেও হাসান........হাসতেই থাকুন হাসতেই থাকুন
ConversionConversion EmoticonEmoticon