HTML বাংলা টিউটোরিয়ালস" - PDF বই একদম ফ্রিতে
বর্তমান বিশ্বে ওয়েব প্রোগ্রামিং বেশ জনপ্রিয় একটা দক্ষতা । ইন্টারনেটে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে উপার্জনের যত মাধ্যম রয়েছে, তার মধ্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে চাহিদাপূর্ণ ক্ষেত্র। মূলত বিশ্বের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে প্রায় সবাই ক্রমেই ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়ছে। সবাই চাচ্ছে, তার একটি ভার্চুয়াল ঠিকানা হোক।
এখন ফ্রীল্যান্সিংকে যদি আপনি পেশা হিসেবে নিতে চান তবে ওয়েব প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, মোবাইল এপ্লিকেশন ডেভলপমেন্ট, সফটওয়্যার ডেভলপমেন্ট ইত্যাদি দক্ষতাগুলো অর্জন করতে পারেন । কারণ এইসবের মাধ্যমে আপনি বেশ ভাল ইনকাম করতে পারবেন।
ওয়েব প্রোগ্রামিং শিখতে গেলে আপনাকে সর্ব প্রথম জানতে হবে HTML সম্পর্কে।
♣ HTML সম্পর্কিত PDF বইয়ের জিপ ডাউনলোড করুন একদম ফ্রিতে!
ConversionConversion EmoticonEmoticon