প্রবাল দ্বীপ–রবার্ট মাইকেল ব্যলেন্টাইন/Probal Dip - Robert Michael Ballantyne bangla pdf

_____বুক রিভিউ_____
বইঃপ্রবাল দ্বীপ
ঘরনাঃঅ্যাডভেঞ্চার
লেখকঃ বরার্ট মাইকেল ব্যালান্টাইন
অনুবাদঃ রকিব হাসান
প্রকাশনীঃ সেবা
প্রকাশকালঃ সেপ্টেম্বর, ১৯৮৫
মূল্যঃ ১৪ টাকা।(একদম প্রথম মুদ্রণের বই।এক অনলাইন বুক শপ থেকে ৩৫ টাকায় কিনেছি )
খুব ছোট থাকতে রবিনসন ক্রুসো পড়েছিলাম।তখন বইটা যে মনে কি পরিমাণ দাগ কেটে গিয়েছিল তা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়।আজ এতদিন পর প্রবাল দ্বীপ পড়ে আবার সেই পুরনো আমেজ পেলাম।
গল্পের নায়ক তিন কিশোর।জ্যাক মার্টিন,রাফল রোভার আর পিটারকিন গে।ঝড়ে জাহাজডুবি হলে এরা সকলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক নির্জন দ্বীপে আটকে পড়ে।তারপর থেকে এগোতে থাকে কাহিনী।মাছ ধরা,জন্তুজানোয়ার শিকার, নতুন নতুন জিনিস আবিষ্কার,বাড়ি বানানো এসব কিছু করে নির্জন দ্বীপে খুব সুখেই জীবন কাটতে লাগল তিন কিশোরের।তবে পিটারকিনের জন্য মায়াই হচ্ছিল।বেচারা সাঁতার জানে না (আমার মতো )। তাই বেশির ভাগ মজা থেকেই বঞ্চিত।বেচারা যেমন মাছ শিকারে যেতে পারে না তেমনি দেখতে পারে না সমুদ্রের নিচের রত্নগুহার জাঁকজমক।
তবে বিপদ আসতেও খুব বেশি দেরি হয় নি।ভয়ংকর মানুষখেকো জংলী,জলদস্যু।রালফ তো আবার জলদস্যুদের হাতে বন্দি হয়ে দস্যুগিরি করতে বাধ্য হয়।শেষের দিকে একটা চরম অ্যাডভেঞ্চার আছে।কাহিনীও দারুণ গতিশীল।
বইটা পড়ে মনে হয়েছে যে এটা সত্য ঘটনার উপর নির্ভর করে লেখা।যাই হোক আমার পছন্দের বইয়ের তালিকায় নতুন আরেকটা বই যুক্ত হলো।
প্রচ্ছদটাও কিন্তু অন্যরকম সুন্দর।আসলে সেকালের প্রচ্ছদগুলোই এরকম ছিল।
বাক্তিগত রেটিং- ৮.৫
# হ্যাপি_রিডিং

ডাউনলোড লিঙ্ক ও বিবরনঃ

[​IMG]


[​IMG]
[​IMG]


সম্মানিত মেম্বার,
যদি সামান্যতম নীতিবোধ আপনার ভিতর থেকে থাকে তাহলে সরাসরি ডাউনলোড লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকুন।
বাকিটা আপনার নীতিও মূল্যবোধের উপর।

Page: 197
PDF Version: 1.6 (Acrobat 7.x)
Size: 07.83 MB



Previous
Next Post »
Thanks for your comment