দস্যু বনহুর আফ্রিকার জঙ্গলে দস্যু বনহুর + বাংলাদেশে দস্যু বনহুর (বনহুর-২৩,২৪ দুই খন্ড একত্রে) রোমেনা আফাজ

দস্যু বনহুর
আফ্রিকার জঙ্গলে দস্যু বনহুর
+
বাংলাদেশে দস্যু বনহুর
(বনহুর-২৩,২৪ দুই খন্ড একত্রে)
রোমেনা আফাজ

সাইজ: ৮.৮৬ মেগাবাইট
পাতা: ১৬০

সিরিজ সম্পর্কেঃ(উইকি থেকে নেয়া) দস্যু বনহুরবাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক রোমেনা আফাজ কর্তৃক সৃষ্ট একটি কথাচরিত্র যা আশির দশকে মফিজ বুক হাউজ থেকে প্রকাশিত হয়। পরবর্তীতে বইগুলো ভলিউম আকারে প্রকাশ করে সালমা বুক ডিপো। দস্যু বনহুর সিরিজে এই চরিত্রভিত্তিক নিয়ে শতাধিক (১৩৮ টি) রহস্য কাহিনী প্রকাশিত হয়েছে। ছোটবেলা নৌদূর্ঘটনায় চৌধুরী বাড়ীর ছেলে মনির হারিয়ে যায়, দস্যু সর্দার কালু খাঁ তাঁকে কুঁড়িয়ে পান ও পরবর্তিতে তাঁকে "দস্যু বনহুর" রুপে গড়ে তোলেন। গরীবের বন্ধু ও চোরাকারবারীদের চির শত্রু দস্যু বনহুর যেমন গরীবের কাছে ছিলেন পূঁজোনীয় তেমনি চোরাকারবারী ও সন্ত্রাসদের কাছে ছিলেন জমদূতের মত। এই সিরিজের স্লোগান হচ্ছে 'সত্য ও ন্যায়ের প্রতীক দস্যু বনহুর'।


[​IMG]
ডাউনলোড লিঙ্কঃ
Previous
Next Post »
Thanks for your comment